লাগাতার কটাক্ষের জবাব দিলেন হিরো আলম
আপাতত ঠাট্টার পাত্র হিরো আলম। বেসুরো’ কন্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি ।তাতেই তাকে ট্রোল হতে হচ্ছে ।তবে তার বক্তব্য হলো” হিরো আলম সব পারে” ।বাংলাদেশের পদ্মাসেতু নিয়ে তাঁর গানেও কটাক্ষের বন্যা। বেশ ক্ষুব্ধ তাঁর অনুরাগীরাও। আনন্দবাজার অনলাইনের তরফে বাংলাদেশে গায়কের সঙ্গে কথবকথনে জানা যায় “হিরো আলম পারে না, এমন কিছু নেই!”তাঁর গাওয়া আরেবিয়ান গান, উগান্ডা গান পেয়েছিল বিপুল জনপ্রিয়তা।
তিনি বলেন হিরো আলম মানেই হিট।তিনি আরও বলেন গান হলো একটি সাধনা সেটি যে কেও গাইতে পারে।গান গাওয়ার জন্য কারও অনুমতি প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি ভালবেসে গান করি।”তবে তিনি কটাক্ষের পরিপেক্ষিতে জানান জে আমাকে এই গান গাইতে বাধ্য করা হয়েছে। আমি দেশের অনেক তাবড় শিল্পীদের কাছে গিয়েছিলাম, আমার ভিডিয়োয় গান গাওয়ার আর্জি নিয়ে। তাঁরা কেউ রাজি হননি। তখনই ভাবলাম, আমি যদি হিরো হতে পারি, তা হলে গানও গাইতে পারি।”