সুমনবাবুর বন্ধুদের এই আয়োজনে খুশির হাওয়া দুই পরিবারেই।খুশির হাওয়া পূর্বস্থলীর (Purbasthali) পারুলিয়ার সুমন সরকারের পরিবারে গোটা পরিবারে। পূর্বস্থলীর পারুলিয়ার বাসিন্দা ঝর্না সরকারের সঙ্গে বিয়ে সুমনবাবুর। চলন্ত ট্রেনে আইবুড়ো ভাতের আয়োজন দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও এই ছবিই দেখা গেল কাটায়ো-ব্যান্ডেল লোকালে (Katwa-Bandel Local)। ট্রেনেই রোজ কাজ সেরে ফেরেন সুমনবাবু। যাতায়াতের সূত্রে ট্রেনেই বন্ধুত্ব মুশকান, পিয়ালী, বিশ্বজিৎ, সুজিত, বিশুদের সঙ্গে। শুক্রবার কাটোয়া থেকে ব্যান্ডেলগামী লোকাল ধরেছিলেন সুমনবাবু।
কিন্তু, তখনও তিনি জানতেন না ট্রেনেই তাঁর জন্য অপেক্ষা বড় সারপ্রাইজ।ট্রেনে উঠতেই উড়ে এল ফুলো। চলল দেদার খাওয়া-দাওয়া। প্রায় ৯টা পদ। এল মটন বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন চাপ, মিষ্টি, দই, আরও কত কী। যা দেখে অবাক ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা। প্রথমে কি হচ্ছে বুঝতে না পারলেও খানিক পরেই আসল ঘটনা জানতে পেরে তাঁদের খুশিতে যোগ দিলেন তাঁরা। বন্ধুদের থেকে সারপ্রাইজ পেয়ে খুশি সুমনবাবুও। তিনি বলেন, “আমার জন্য এটা সত্যিই বড় পাওনা। এ দৃশ্য দেখে তো ট্রেনে থাকা বাকি যাত্রীরা অবাক হয়ে গিয়েছিলেন। সবাই খুব আনন্দিতও হয়েছিল।পূর্বস্থলীর পারুলিয়ার বাসিন্দা ঝর্না সরকারের সঙ্গে বিয়ে সুমনবাবুর। সুমনবাবুর বন্ধুদের এই অদ্ভূত আয়োজনে খুশির হাওয়া তাঁদের পরিবারেও। অন্যদিকে সুমনবাবুর জন্য চলন্ত ট্রেনে আইবুড়ো ভাতের আয়োজন করতে পেরে খুশি তাঁর বন্ধুরাও।