শাসক দলের গোষ্ঠী কোন্দল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল । পদ পাওয়াকে কেন্দ্র করে এইরূপ পরিস্থিতি তৈরি হয় । পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় সংখ্যালঘু সেলের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মুফলেশুর দত্তকে। আর তাই নিয়েই আগের কমিটির সহ সভাপতি সেক মুইদুল ইসলাম পদত্যাগ পত্র পাঠালেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আনোয়ার উদ্দিনের কাছে।
বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব ।
পূর্ব মেদিনীপুর থেকে , অরুণাভ মান্না এর রিপোর্ট , ACN life news