ক তিন বছরে শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । মঙ্গলবার রাতে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের মল্লিকপাড়ায় ঘটনাটি ঘটে । পরিবার সূত্রে জানাগিয়েছে, গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়ির সংলগ্ন একটি আশ্রমে হরিনাম কীর্তন হচ্ছিল ।
মঙ্গলবার রাত্রে বেলা সেখানে বাচ্চাটি খেলাধুলা করে বাড়ি এসে ঘরের দরজার কাছে বাচ্চাটিকে বসে পরে । বাচ্চাটিকে তার মা ঘুমিয়ে আছে মনে করে ডাকতে গেলে অচৈতন্য অবস্থায় পড়ে যায় । তার মা বাচ্চাটি কে তড়িঘড়ি বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । মৃত শিশুর নাম সুরজ সিংহ । সে তার দিদার বাড়িতে গুরু পূর্ণিমা উপলক্ষে ঘুরতে গেছিল।বুধবার হবিবপুর থানার পুলিশ মৃতদেহ টি ময়না তদন্তের জন্য মালদার মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠাই । কি কারণে বাচ্চাটির মৃত্যু হয় এখনো পরিবারে তরফে সঠিক ভাবে কিছুই জানাতে পারেনি।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট , ACN life news