রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক লকডাউনের আগস্ট এর চতুর্থ দিন করা ভূমিকায় পাত্রসায়ের থানার থানা পুলিশ সবজান্তা মানুষদের করানো হলো কান ধরে উঠবস হাফ চেয়ার বসিয়ে রাখা হলো ঘন্টার পর ঘন্টা |
সবজানতা মানুষদের বিরুদ্ধে কঠোর প্রশাসন ( বাঁকুড়া )
সবজানতা মানুষদের বিরুদ্ধে কঠোর প্রশাসন ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 21. August 2020
লক ডাউন উপেক্ষা করে অপ্রয়োজনে রাস্তায় বেরোনো মাস্ক বিহীন অবাধ্য জনতাকে বাগে আনতে সক্রিয় পুলিশ। শুক্রবার সকাল থেকে পাত্রসায়রের কাঁকরডাঙ্গা মোড়ে গত কয়েক দিনের পুলিশের চেনা ছবিটাই ধরা পড়লো।
অপ্রয়োজনে রাস্তায় বেরোনো মাস্কবিহীন অবাধ্য জনতাকে বাগে আনতে গত কয়েক দিনের কোন রকম অজুহাত না শুনে সংশ্লিষ্ট ব্যক্তিদের কান ধরে উঠবোস করানোর পাশাপাশি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো পুলিশ। এতো সবের পরেও কি হুঁশ ফিরবে সবজান্তা পাবলিকদের। এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।