রোমিওদের উৎপাতের জেরে অসুবিধার মধ্যে পড়েছে স্কুল পড়ুয়ারা । শহর বর্ধমানের বাবুরবাগ ইন্দ্রপ্রস্থ এলাকার নিবেদিতা বালিকা বিদ্যালয় এর সামনে রোমিওদের উৎপাত লাগামছাড়া । স্কুলের ছাত্রী থেকে অভিভাবক সকলেই অভিযোগ তুলেছেন স্কুল ছাত্রীদের নানা ভাবে উত্ত্যক্ত করে তারা । সমস্যার হাত থেকে বাঁচতে আজ বর্ধমান থানার শরনাপন্ন হলেন স্কুল শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই । স্কুল আরম্ভ এবং স্কুল শেষ হওয়ার সময় স্কুলের সামনে পুলিশ মোতায়ন থাকলে এই সমস্য রোমিওদের হাত থেকে রক্ষা পাবে স্কুল ছাত্রীরা বলে দাবি তোলেন স্কুল শিক্ষিকা থেকে অভিভাবক সকলেই ।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট , ACN life news