সাত সকালেই এলাকায় হাজির বাঁদর। তবে সুস্থ ও স্বাভাবিক নয় বাঁদরটি। বাঁদরটির আচরণেই স্পষ্ট গুরুতর অসুস্থ বাঁদরটি। অগত্যা তাকে নিয়ে রীতিমত হুলস্থুল কান্ড এলাকায়। নিজেরাই উদ্যোগী হয়ে মরিয়া চেষ্টা চালালো বাঁদরটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার। খবর দেওয়া হয় বন দফতরেও।
বাঁকুড়ার কেরানি বাঁধ এলাকায় বাঁদরের আনাগোনা নতুন নয়। কিন্তু এদিন সকালে একটি বাঁদর এলাকায় এসে একটি খাবারের দোকানের সামনে পেতে রাখা বেঞ্চিতে ঝিমোতে থাকে। তা দেখেই এলাকাবাসীর ধারণা হয় বাঁদরটি অসুস্থ। এরপরই স্থানীয়রা খবর দেন বন দফতরে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও বনকর্মীরা এলাকায় না পৌঁছানোয় প্রাথমিক চিকিৎসা শুরু করেন স্থানীয়রাই। স্থানীয় পশু চিকিৎসককে ডেকে এনে বাঁদরটির চিকিৎসা শুরু করা হয়। দেওয়া হয় ওআরএস ও অন্যান্য খাবার। বাঁদরটিকে সুস্থ করে ফের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াই লক্ষ বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডলের রিপোর্ট , ACN life news ।