Home খবর সেলিব্রেটি মধবান পুত্র উজ্জ্বল করলো দেশের মুখ

সেলিব্রেটি মধবান পুত্র উজ্জ্বল করলো দেশের মুখ

সেলিব্রেটি মধবান পুত্র উজ্জ্বল করলো দেশের মুখ

সোনা জিতে নতুন রেকর্ড জয় বেদান্তর।বেশির ভাগ স্টারকিড তারা বিনোদন বা রঙিংন জগতে নিজেদের কে উজাড় করে দেয়।তবে মাধবান পুত্র বেদান্তর হলো এমন স্টারকিড যে দেশের নাম উজ্জ্বল করছে।সম্প্রতি আবারও বিশ্ব রেকর্ড তৈরি করলো বেদান্ত মহাদেবন।‌ ৪৮ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন অভিনেতা আর মাধবনের পুত্র বেদান্ত। সেই খুশির মুহূর্তই ভাগ করে নিয়েছে আমাদের সকলের সাথে।১৫০০ মিটারের ফ্রী স্টাইলে ছেলের দূর্দান্ত সাঁতারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর মাধবন।যার পরই সোশ্যাল মিডয়াতে ভালো শোরগোল পড়েছে।এখন সকলের মুখেই এক কথা, ‘গুণী বাবার গুণী ছেলে, শুধু বাবারই মুখ উজ্জ্বল করেনেই, উজ্জ্বল করেছে গোটা দেশের নাম”।

 

 

 

 

 

 

গত রবিবারই ছেলের এই সোনা জয়ের ভিডিওটি টুইট করেছেন অভিনেতা।একদিকে সামনে সাঁতার কাটছে বেদান্ত আর পেছনে সঞ্চালক বলছেন, ‘১৬ মিনিটের মাথায়, বেদান্ত ভেঙেছে অদ্ভেত পেজের রেকর্ড ৭৮০ মিটার মার্কে। আমি ভাবতেই পারিনি ও এটা করতে পারবে। কিন্তু বেদান্ত দারুণভাবে ওর গতিকে কাজে লাগিয়েছে।ছেলের এই জয়ে বাবা যে কতটা গর্বিত তা মাধবনের টুইট দেখলেই বোঝা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘কখনও না বলো না।১৫০০ মিটারে ন্যাশনাল জুনিয়ার রেকর্ড ভাঙল।’

 

 

 

 

এই খুশির সংদাব পোস্ট করতেই তাকে সকলে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়তে।একজন বাবা হিসেবে হয়তো ছেলের এই সাফল্য আপনাকে গর্বিত করেছে। আমার বিশ্বাস বেদান্তকে নিয়ে একদিন গোটা ভারত এভাবেই গর্ব করবে।’প্রসঙ্গত, এর আগেও এপ্রিল মাসে কোপেনহেগেনের দানিশ ওপেনে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন বেদান্ত। সেই সময় বলিউডের শীর্ষস্থানীয় তারকা যেমন কঙ্গনা রানাওয়াত, প্রিয়াঙ্কা চোপড়া বেদান্তকে শুভেচ্

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments