চাঁচল; ১৩ জুলাই: স্বামীর পরকীয়ায় স্ত্রীর বাঁধা দেওয়ায় মারধর অপমানে কীটনাশক খেয়ে আত্মঘাতি স্ত্রী। খুনের অভিযোগ বধূর বাবার বাড়ির লোকেদের। কাঠগড়ায় বধূর স্বামী। মঙ্গলাবার মালদহের হরিশচন্দ্রপুরে থানার বড়ই গ্রাম পঞ্চায়েতের পাচিলা গ্রামের ঘটনা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে।
গোটা ঘটনা নিয়ে হরিশচন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মেয়ের বাবার বাড়ির লোকেরা। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই বধূর নাম লুতেফা খাতুন(৩৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েতের বাচিলা গ্রামের। জানা গিয়েছে বেশ কয়েক আগে ওই গ্রাম পঞ্চায়েতের বাঁচিলা গ্রামে হকের সঙ্গে বিয়ে হয় লুতেফার। তাদের দুটি কন্যা ও পুত্র সন্তান রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ,
বেশ কিছুদিন আগে আশরাফুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। স্বামীর পরকীয়ায় স্ত্রীর বাঁধা দেওয়ায় মারধর অপমানে কীটনাশক খেয়ে আজ বাড়িতেই আত্মঘাতি হন লুৎফা।
খবর পেয়ে নুদে ফাকে তড়িঘড়ি করে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় সাবির আশরাফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন গৃহবধূর পরিবারের সদস্যরা।