চিত্রগ্রাহীদের সামনেই ভেঙে পড়লেন টেলি দুনিয়ার বিতর্কিত তারকা।স্বামী আদিল দুরানি পরকীয়ার রত, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চান, সংবাদমাধ্যমের সামনে এই দাবি আগেই করেছিলেন রাখি। আরও এক বার আদিলের বিষয়ে সরব হলেন অভিনেত্রী। ‘‘স্বামী আমাকে জোকার বলছে,’’ দাবি করে কান্নায় ভেঙে পড়লেন রাখি।স্বামীকে নিজের কাছে রাখতে পারেননি তিনি, শুনতে হয়েছে রাখিকে
। এর মধ্যেই আবারও আদিলের বিরুদ্ধে মুখ খুললেন রাখি। তাঁর বক্তব্য, ‘‘আদিল বলছে ও হিরো আর আমি জোকার। আমি নাটক করছি, আর আমার নাটক দেখে নাকি সবাই মজা পাচ্ছে।’’ সংবাদমাধ্যমের কাছে তাঁর দুঃখ-কষ্ট নিয়ে ছেলেখেলা না করারও আর্জি জানান রাখি। তাঁর কাতর আর্তি, ‘‘এটা নাটক নয়, যাঁরা আমাকে নিয়ে খিল্লি করছে, তাদের পরিবারেও নিশ্চয়ই মেয়ে-বোন আছে।’’দিন কয়েক আগেই স্বামী আদিল দুরানির পরকীয়ার কথা জানিয়ে আলোকচিত্রীদের সামনে কান্নায় ভেঙে পড়েন রাখি সবন্ত। তিনি জানান, সংবাদমাধ্যমের সামনে মুখ খুললে তাঁকে বিবাহবিচ্ছেদেরও হুমকি দিয়েছেন আদিল। এমনকি রাখি বলেন, ‘‘মেয়েটি আমাকে ফোন করে বলেছে ও কোনও কিছুতেই ভয় পায় না।