৫০ বছরের ঐতিহ্য সন্তোষী মাতার পূজা উপলক্ষে বারুইপুরে অন্ন্য ভোগের আয়োজন।
বাবলু প্রামানিক,বারুইপুর
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর ৫০ বছরের ঐতিহ্যপূর্ণ সন্তোষী মাতার পূজা উপলক্ষে। পিনাকি গান্ধীর উদ্যোগে নরনারায়ন প্রসাদ ভোগের আয়োজন করলেন। প্রতি শুক্রবার এই প্রসাদ ভোগ দুপুর বারোটা থেকে দেওয়া হয়। তার সাথে স্বাস্থ্য পরীক্ষার ও ব্যবস্থা করলেন।acn life news