Home অফবিট পুকুর থেকে তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য

পুকুর থেকে তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ 24পরগনা

বাড়ি থেকে কিছু দূরে পুকুরে পঞ্চায়েতের এক তৃণমূল নেতার দেহ উদ্ধার কে ঘিরে এলাকায় রহস্য ছড়াল। পুকুরের এক প্রান্তে পড়ে ছিল ওই নেতার জুতো,স্বাস্থ্যসাথী প্রকল্পের কাগজপত্র। আর তার বিপরীত প্রান্তে দেহ পাওয়া যায়। মঙ্গলবার রাতভোর তল্লাশির পর ভোরে জাল ফেলে দেহ তোলা হয়। ঘটনাটি ঘটে বারুইপুরের মদারাট পঞ্চায়েতের আটঘড়া ঘোষ পাড়ায়। মৃতর নাম সুবীর ঘোষ(৬৩)। বারুইপুর থানার পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ,কেউ খুন করে বা ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে। এই মৃত্যু স্বাভাবিক নয়। যদিও দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বারুইপুর পুলিশ জেলার কর্তারা জানিয়েছেন,ময়নাতদন্তের রিপোর্টের পরই আসল কারণ জানা যাবে। তদন্ত চলছে। এদিকে,বুধবার সকালে ঘটনাস্থলে যান বারুইপুর এস ডিপিও ও আই সি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,ঘোষপাড়ায় বাড়ি সুবীরবাবুর। তাঁর এক মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সুবীরবাবু মদারাট পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ছিলেন। বর্তমানে ওই এলাকায় বুথ সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

 

 

 

 

তাঁর স্ত্রী উমা ঘোষ বলেন, মঙ্গলবার বিকাল ৪-৩০ এর পর দলের কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। স্বাস্থ্যসাথি কার্ড বিলির কাজ করছিলেন। বাড়ি থেকে দূরে নায়েবের মোড়ে চায়ের দোকানেও গিয়েছিলেন। রাত ৯-৩০টায় ফোনে জানায় নায়েবের মোড়েই আছেন,বাড়ি যাচ্ছেন। এরপর ১০টার পর থেকে আর তাঁকে ফোনে পাওয়া যায়নি। তারপরে অনেক খোঁজাখুঁজি হয়। রাতে পুকুরের কাছে জুতো ও স্বাস্থ্যসাথীর কাগজ দেখতে পাওয়া যায়। তখনও দেহ পাওয়া যায়নি। ভোরে জাল ফেলে দেহ তোলা হয়। উমাদেবির অভিযোগ,পুকুরের একদিকে জুতো,কাগজ পাওয়া যাচ্ছে।

 

 

 

 

 

বিপরীত দিকে ঝোপের কাছে দেহ পাওয়া যাচ্ছে। যা ভাবা যাচ্ছে না। সন্ধেহ কেউ খুন করে পুকুরে ফেলে দিয়েছে। তাঁর কোন শত্রু ছিল না।কে এমন কাজ করতে পারে জানি না। এলাকার বাসিন্দারা বলেন,উনি মদ্যপান করতেন। কিন্তু মদ্যপান করে পুকুরে পড়ে গেলেও তার জুতো জলে ভিজল না,কাগজ রাস্তার পাশে পড়ে থাকল কি করে। এদিকে,এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বারুইপুর পশ্চিমের তৃণমূল নেতৃত্ব। বারুইপুরের পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য গৌতম দাস অভিযোগ করে বলেন, পুলিশ তদন্ত করে দেখুক। ওকে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় এক বিজেপি সমর্থক জড়িত বলে আমাদের অনুমান। গত দুর্গাপুজোর পঞ্চমীর সময় ওই সমর্থকের সাথে বিদ্যুৎ খুঁটি বসানো নিয়ে ঝামেলা হয়েছিল। সে খুনের হুমকিও দিয়েছিল। যদিও বিকাল পর্যন্ত এই ঘটনায় থানায় কোন অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ জানায়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments