Home অফবিট বাজারে থেকে নই! পবিত্র ঈদে হাতে বানানো সেমাই

বাজারে থেকে নই! পবিত্র ঈদে হাতে বানানো সেমাই

মা,নানি,দাদি,খালা,ফুফুর স্মৃতি ভেসে ওঠে ঈদের সকালে দুধ দিয়ে রান্না করা ধোঁয়া সেমাই খেতে খেতে।তারপরেই ঈদের নামাজ পড়তে ছুটে সকলে।আর সম্ভাব‍্য আর তিনদিন বাদেই দেশজুড়ে পালিত হবে মুসলিমদের পবিত্র ঈদুল ফেতর।তার আগেই সেমাই তৈরীতে ব‍্যস্ততা শুরু করেছে গ্রাম‍্য গৃহবধূরা।যুগের পরিবর্তন ঘটলেও বাজার থেকে হরেক রকমের লাচ্ছা সেমাই না ক্রয় করেই হাতে তৈরীতে সেমাই বিষয়টির সঙ্গে একান্তভাবে জড়িয়ে রয়েছেন গ্রাম‍ বাঙলার নারীরা।

 

 

 

 

 

সেমাই বানানোর যন্ত্রে নির্দিষ্ট পরিমাণ আটার মণ্ড রেখে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেমাই তৈরি করছে বাড়ির নারীরা,মদত দিচ্ছেন ঘরের ছেলেরাও। যদিও এখন ঘরে ঘরে এই সেমাই তৈরি প্রক্রিয়াও প্রায় অপ্রচলিত হয়ে গেছে।তবে এমন দৃশ‍্য ধরা পড়েই গেলো এবছর।সোমবার মালদহের চাঁচল থানার কলিগ্রাম নিমতলায় একটি পরিবারের নারীরা এই উদ‍্যোগ নিয়েছে।তারা সকলেই কেউ গমের আটা বা কেউ ময়দা দিয়ে স্বাভাবিক জলে আটা মাখিয়ে মিশ্রভাবে ঠুসে দিচ্ছেন সেই হাতল যন্ত্রের মুখদ্বারে।পাশে দুজন বসে হ‍্যান্ডেল ঘুরাচ্ছেন।আর এভাবেই এক মিনিটের মধ‍্যে দফায় দফাই সেমাই বের হতে থাকে।তারা জানালেন এক কেজি আটার সেমাই তৈরি করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।তারপরেই রৌদ্রে শুকোতে দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

তবে বাজারে হরেক রকমের লাচ্ছা ও সেমাই পাওয়া যায়।ওইসব বাদ দিয়েই কেন এই পরিবারের লোকরা এই উদ‍্যোগ নিচ্ছে?
তাদের পরিবারের জাহাঙ্গীর আলম জানালেন,বাজারের সেমাইয়ে কতধরনের কি জাতীয় তেল মেশানো হয় আমরা নিজেও জানিনা।তবে সেগুলো রান্না করলে পেটের ক্ষতি করে।তাই ভেজাল মুক্ত এবং স্বচক্ষে দেখে নিজের বাড়িতেই তৈরি করছি সেমাই।আর এই প্রথা তাদের প্রায় পাঁচ পুরুষ ধরে চলে আসছে বলে জানান জাহাঙ্গীর আলম।
তবে বানানো সেমাইয়ের জায়গা দখল করে নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেমাই অর্থাৎ কারখানায় বানানো সেমাই।এতে করেও হাতে বানানো সেমাই খাওয়ায় ভাটা পড়েনি খুব একটা। কোনো কোনো পরিবারে এখনো বাজারের কেনা সেমাইয়ের পাশাপাশি ঐতিহ্য মেনে ঈদে হাতে বানানো সেমাই খাওয়া হয়,খাওয়ানো হয়।এরীতি প্রতিটি ঘরে ঘরে আজও প্রচলিত।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments