স্বপ্নাদেশের পর ভূত চতুর্দশীর রাত্রে দশ মাথা, দশ পা বিশিষ্ট মহা কালীর পুজো হয়ে আসছে চাঁচলে! প্রতিবছরের মতো এবছরও যুবকবৃন্দ ক্লাবের উদ্যোগে চাচোলের পুষ্প সিনেমা হলের সামনে এই পুজোর আয়োজন করে থাকেন সদস্যরা! গতকাল ছিল ভূত চতুর্দশী! আর এই ভূত চতুর্দশী রাত্রে দশ মাথার কালীপুজোয় মাতলেন চাচোলবাসি!
জানা গিয়েছে, আজ থেকে ঠিক ৫৫ বছর আগে চাঁচলের বাসিন্দা প্রাতরাশ নন্দন সিংহ এই মহা কালী পুজোর স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপর বন্ধু বিধুভূষণ পান্ডের সঙ্গে আলোচনা করে শুরু হয় এই পুজো। স্থানীয় যুবকদের নিয়ে তৈরি হয় যুবকবৃন্দ ক্লাব। বিশালআকার দশ মাথার কালী প্রতিমা বানিয়ে ভূত চতুর্দশীর শুরু হয় কালী পুজো।
দশ মাথার কালী দেখতে দূর-দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে। কাল ছিল ভূত চতুর্দশী! ভূতচতুর্দশী রাত্রে নিয়ম নিষ্ঠার সহিত পূজিতা হলেন মহাকালী।পুজো শেষ হবার পর বসিয়ে খাওয়ানো হলো খিচুড়ি ভোগ।
https://www.facebook.com/230205334351193/videos/2666931923559984
যুবকবৃন্দের সদস্য তথা, বিধুভূষণ পান্ডের নাতি অমিতেশ পান্ডে জানান,রাজ নন্দন সিংহ ও আমার দাদু বিধুভূষণ পান্ডে এই পূজার প্রচলন করেন! তারপর আমার বাবা প্রয়াত খোকন পান্ডে এই পুজোর দায়িত্ব কাধে তুলে নেন!
বাবা মারা যাবার পর আমরা ও যুবক বৃন্দের সকল সদস্যরা এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নি! ভূত চতুর্দশী রাত্রে মহা ধুমধাম সহকারে এই দশ মাথা কালীর পুজো হয়ে আসছি!