Home আজকের খবর দেশে ওমিক্রন আবহের মধ্যেই বেপাত্তা ১০৯ ব্যক্তি, চিন্তায় রাজ্য প্রশাসন

দেশে ওমিক্রন আবহের মধ্যেই বেপাত্তা ১০৯ ব্যক্তি, চিন্তায় রাজ্য প্রশাসন

এসিএন লাইফ নিউজ, ৭ ডিসেম্বর : ভারতে ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন । কর্ণাটকে প্রথম ওমিক্রনের হদিশ মেলে । পাশাপাশি দিল্লি, জয়পুর, মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে । এসবরের মধ্যেই মহারাষ্ট্রে খোঁজ মিলছে না বিদেশ থেকে আসা ১০৯ ব্যক্তির । এই ঘটনায় স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের ।

 

 

 

 

 

 

কল্যাণ ডোম্বিভালি পুর কর্পোরেশনের অধিকর্তা বিজয় সূর্যবংশী জানান, সম্প্রতি বিদেশ থেকে ২৯৫ জন দেশে ফিরেছেন । তাঁদের মধ্যে ১০৯ জনের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না । থানের টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফেরার পর থেকেই তাঁদের খোঁজ মিলছে না । এর মধ্যে বেশ কয়েকজনের আবার মোবাইল ফোনও সুইচ অফ । ঠিকানায় পৌঁছে দেখা যায় সেটি তালাবন্ধ ।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, কেএমডিসির নিয়ম অনুযায়ী, ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফিরলে আগামী সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক । অষ্টম দিনে করাতে হবে কোভিড পরীক্ষা । রিপোর্ট নেগেটিভও থাকলেও আরও সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের । এই নিয়ম যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয় সেই বিষয়ে প্রথম থেকেই কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন । বিয়ে ও অন্যান্য কারণে জমায়েতের উপরেও নজর রাখা হয়েছে ।

 

 

 

 

ছবি সৌজন্য : pixabay

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments