এসিএন লাইফ নিউজ, ৭ ডিসেম্বর : ভারতে ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন । কর্ণাটকে প্রথম ওমিক্রনের হদিশ মেলে । পাশাপাশি দিল্লি, জয়পুর, মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে । এসবরের মধ্যেই মহারাষ্ট্রে খোঁজ মিলছে না বিদেশ থেকে আসা ১০৯ ব্যক্তির । এই ঘটনায় স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের ।
কল্যাণ ডোম্বিভালি পুর কর্পোরেশনের অধিকর্তা বিজয় সূর্যবংশী জানান, সম্প্রতি বিদেশ থেকে ২৯৫ জন দেশে ফিরেছেন । তাঁদের মধ্যে ১০৯ জনের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না । থানের টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফেরার পর থেকেই তাঁদের খোঁজ মিলছে না । এর মধ্যে বেশ কয়েকজনের আবার মোবাইল ফোনও সুইচ অফ । ঠিকানায় পৌঁছে দেখা যায় সেটি তালাবন্ধ ।
তিনি বলেন, কেএমডিসির নিয়ম অনুযায়ী, ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফিরলে আগামী সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক । অষ্টম দিনে করাতে হবে কোভিড পরীক্ষা । রিপোর্ট নেগেটিভও থাকলেও আরও সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের । এই নিয়ম যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয় সেই বিষয়ে প্রথম থেকেই কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন । বিয়ে ও অন্যান্য কারণে জমায়েতের উপরেও নজর রাখা হয়েছে ।
ছবি সৌজন্য : pixabay