রবিবার ওরেগনের ইউজিনে জ্যাভলিনের ফাইনালে পদক জয়ই লক্ষ্য নীরজ চোপড়ার।এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন নীরজ।২০১৭-য় প্রথম বার নেমে তিনি কিছু করতে পারেননি।২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি। এ বার তাঁর সামনে পদকজয়ের সুযোগ। প্রথম থ্রোয়েই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করার সঙ্গে সেই সম্ভাবনা জোরদার করলেন ভারতের জ্যাভলিন (Javelin) থ্রোয়ার নীরজ চোপড়া।
ফাইনালে উঠে নীরজ বলছেন, “শুরুটা খুব ভাল হয়েছে। ফাইনালে নিজের ১০০ শতাংশ দেব। দেখা যাক রবিবারে ফাইনালে শেষ পর্যন্ত কী হয়।” নীরজকেও জিততে গেলে হয়তো ৯০ মিটারের বেশিই ছুড়তে হতে পারে। এখনও পর্যন্ত ৯০ মিটার দূরে বর্শা ছুড়তে পারেননি নীরজ। ৮৯.৯৪ মিটার তাঁর সর্বোচ্চ। ফলে ফাইনালে পদক জিততে গেলে নিজেকেই ছাপিয়ে যেতে হবে হরিয়ানার এই ক্রীড়াবিদকে।সম্প্রতি দু’টি মিটে নেমেছিলেন। কোনওটিতেই হতাশ করেননি। তাঁর কথায় “জ্যাভলিন ছোড়ার সময়ে দৌড় নিয়ে সমস্যা হচ্ছে। থ্রোয়ের সময়ে সামান্য বাইরে ঝুঁকে পড়ছি।
পাঁছ-ছজন ফাইনালে পদকের দাবিদার। কিন্তু পদক যে তিনটে। ফাইনালে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তাই আমার কাজটাও কঠিন।” এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পদক এসেছে অঞ্জু ববি জর্জের হাত ধরে। ২০০৩ সালে লং জাম্পে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ফলে নীরজ রুপো পেলে অঞ্জুকে ছাপিয়ে যেতে পারেন। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতবেন তিনি।