Home খবর 135 কোটি মানুষের ভরসা নীরজ

135 কোটি মানুষের ভরসা নীরজ

রবিবার ওরেগনের ইউজিনে জ্যাভলিনের ফাইনালে পদক জয়ই লক্ষ্য নীরজ চোপড়ার।এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছেন নীরজ।২০১৭-য় প্রথম বার নেমে তিনি কিছু করতে পারেননি।২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি। এ বার তাঁর সামনে পদকজয়ের সুযোগ। প্রথম থ্রোয়েই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করার সঙ্গে সেই সম্ভাবনা জোরদার করলেন ভারতের জ্যাভলিন (Javelin) থ্রোয়ার নীরজ চোপড়া।

ফাইনালে উঠে নীরজ বলছেন, “শুরুটা খুব ভাল হয়েছে। ফাইনালে নিজের ১০০ শতাংশ দেব। দেখা যাক রবিবারে ফাইনালে শেষ পর্যন্ত কী হয়।” নীরজকেও জিততে গেলে হয়তো ৯০ মিটারের বেশিই ছুড়তে হতে পারে। এখনও পর্যন্ত ৯০ মিটার দূরে বর্শা ছুড়তে পারেননি নীরজ। ৮৯.৯৪ মিটার তাঁর সর্বোচ্চ। ফলে ফাইনালে পদক জিততে গেলে নিজেকেই ছাপিয়ে যেতে হবে হরিয়ানার এই ক্রীড়াবিদকে।সম্প্রতি দু’টি মিটে নেমেছিলেন। কোনওটিতেই হতাশ করেননি। তাঁর কথায় “জ্যাভলিন ছোড়ার সময়ে দৌড় নিয়ে সমস্যা হচ্ছে। থ্রোয়ের সময়ে সামান্য বাইরে ঝুঁকে পড়ছি।

পাঁছ-ছজন ফাইনালে পদকের দাবিদার। কিন্তু পদক যে তিনটে। ফাইনালে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তাই আমার কাজটাও কঠিন।” এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পদক এসেছে অঞ্জু ববি জর্জের হাত ধরে। ২০০৩ সালে লং জাম্পে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ফলে নীরজ রুপো পেলে অঞ্জুকে ছাপিয়ে যেতে পারেন। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতবেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments