ইচ্ছে থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। কাতার বিশ্বকাপকে (Qatar World Cup 2022) কেন্দ্র করে উন্মাদনার থার্মোমিটারে চড়ছে পারদ।আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল বিভিন্ন দেশের সমর্থকরা ইতিমধ্যেই নিজেদের ব্যাগপত্তর গুছিয়ে ফেলেছেন।
বেশির ভাগ হোটেলের বুকিংই শেষ। কাতার বিশ্বকাপে দেশের জন্য গলা ফাটাতে পায়ে হেঁটেই ১৬০০ কিলোমিটার পথ অতিক্রম সৌদি আরবের (Saudi Arab) এক সমর্থকের।আবদুল্লা আল সালাম পাহাড়ে চড়া আর ফুটবল তার এই দুটি নেশা।সৌদির রাজধানী জেড্ডাহ থেকে যাত্রা শুরু করেন আবদুল্লা। পৌঁছান দোহায়। কাতারে পৌঁছনোর পর দেশের আরও সমর্থকদের কাছে পেয়ে যান তিনি।
বিশ্বকাপ দেখার জন্য গত ৯ সেপ্টেম্বর জেড্ডাহ থেকে রওনা দেন আবদুল্লা। দোহা পৌঁছানোর পর তিনি বলেন, ‘পাহাড়ে ট্রেক করার সুবাদে হাঁটার অভ্যাস আছে। তাই জেড্ডা থেকে দোহা পৌঁছতে পারি। মরুদেশে প্রথম বিশ্বকাপ দেখার জন্য প্রত্যেকেই মুখিয়ে রয়েছি। বিশ্বকাপে গ্যালারিতে দলের জন্য গলা ফাটাতে তৈরি। ইচ্ছে থাকলে কোনও কিছুই অসম্ভব নয় তিনি তা বুঝিয়ে দিলেন।