ঘটনাটা সুদূর অস্ট্রেলিয়ার।ভাবতে পারেন ব্যাংকের ভুলের কারণে এক্কেবারে ১৮ কোটি টাকা খরচ করে দিয়েছেন তরুণী। সেখান থেকে এমনই তথ্য এসেছে যা শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন আপনি! আর অংক দেখেও মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের। কী হয়েছে পুরো ব্যাপারটাই জানাতে চলেছি আপনাদের।অস্ট্রেলিয়াতে নয় তিনি মালয়েশিয়ার নাগরিক , অস্ট্রেলিয়া গিয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। সিডনিতে বসবাসরত এই শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ার ওয়েস্টপ্যাক ব্যাংক ওভারড্রাফট এর সুবিধা দেয়, তাও আবার সীমাহীন।
বিষয়টি জানতে পেরে ওই তরুণীকে তলব করলেও ততদিনে বেশ দেরী হয়ে গিয়েছে।২১ বছর বয়সী ক্রিস্টিন জিয়াক্সিন এই ওভারড্রাফট ফ্যাসিলিটির সীমাহীন সুবিধা উপভোগ করেন। আর তাই দিয়েই ক্রিস্টিন নিজের গয়না, পার্টি, ভ্রমণ এবং বিবিধ বিলাসবহুল দ্রব্যে কোটি কোটি টাকা উড়িয়েছেন। বিলাসবহুল জীবন যাপন শুরু করার পাশাপাশি নিজের জন্য দামী অ্যাপার্টমেন্টও নিয়েছেন তিনি। এবার নিজের অন্য অ্যাকাউন্টে মোটা অংকের টাকাও স্থানান্তর করেন তিনি।
বিগত ১ বছরে ক্রিস্টিন প্রায় ১৮ কোটি টাকা খরচ করেছেন। কিন্তু আদালতে বিষয়টি উঠলে ক্রিস্টিনের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ হয়ে যায়। কোনো এক রহস্যময় উপায়ে ছাড়া পেয়ে যান তিনি। এদিকে ওই সুবিধার বাজে ভাবে ফায়দা তোলার পর ক্রিস্টিন জানান যে, তিনি নাকি ভেবেছিলেন যে তার বাবা-মা ওই অর্থ পাঠাচ্ছেন। তাছাড়া তার আইনজীবীর মতে ব্যাংকের ভুলের কারণে এতকিছু হয়েছে তাই ক্রিস্টিন মোটেই দায়ী নন।