Home ১৮ কোটি ১৮ কোটি অ্যাকাউন্টে ঢুকতেই সব টাকা খরচও করে ফেলেন তরুণী! তারপরই ঘটে

১৮ কোটি অ্যাকাউন্টে ঢুকতেই সব টাকা খরচও করে ফেলেন তরুণী! তারপরই ঘটে

ঘটনাটা সুদূর অস্ট্রেলিয়ার।ভাবতে পারেন ব্যাংকের ভুলের কারণে এক্কেবারে ১৮ কোটি টাকা খরচ করে দিয়েছেন তরুণী। সেখান থেকে এমনই তথ্য এসেছে যা শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন আপনি! আর অংক দেখেও মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের। কী হয়েছে পুরো ব্যাপারটাই জানাতে চলেছি আপনাদের।অস্ট্রেলিয়াতে নয় তিনি মালয়েশিয়ার নাগরিক , অস্ট্রেলিয়া গিয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। সিডনিতে বসবাসরত এই শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ার ওয়েস্টপ্যাক ব্যাংক ওভারড্রাফট এর সুবিধা দেয়, তাও আবার সীমাহীন।

বিষয়টি জানতে পেরে ওই তরুণীকে তলব করলেও ততদিনে বেশ দেরী হয়ে গিয়েছে।২১ বছর বয়সী ক্রিস্টিন জিয়াক্সিন এই ওভারড্রাফট ফ্যাসিলিটির সীমাহীন সুবিধা উপভোগ করেন। আর তাই দিয়েই ক্রিস্টিন নিজের গয়না, পার্টি, ভ্রমণ এবং বিবিধ বিলাসবহুল দ্রব্যে কোটি কোটি টাকা উড়িয়েছেন। বিলাসবহুল জীবন যাপন শুরু করার পাশাপাশি নিজের জন্য দামী অ্যাপার্টমেন্টও নিয়েছেন তিনি। এবার নিজের অন্য অ্যাকাউন্টে মোটা অংকের টাকাও স্থানান্তর করেন তিনি।

বিগত ১ বছরে ক্রিস্টিন প্রায় ১৮ কোটি টাকা খরচ করেছেন। কিন্তু আদালতে বিষয়টি উঠলে ক্রিস্টিনের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ হয়ে যায়। কোনো এক রহস্যময় উপায়ে ছাড়া পেয়ে যান তিনি। এদিকে ওই সুবিধার বাজে ভাবে ফায়দা তোলার পর ক্রিস্টিন জানান যে, তিনি নাকি ভেবেছিলেন যে তার বাবা-মা ওই অর্থ পাঠাচ্ছেন। তাছাড়া তার আইনজীবীর মতে ব্যাংকের ভুলের কারণে এতকিছু হয়েছে তাই ক্রিস্টিন মোটেই দায়ী নন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments