Home 20th july result ২০ জুলাই মাধ্যমিকের ফলপ্রকাশ

২০ জুলাই মাধ্যমিকের ফলপ্রকাশ

নিউজ ডেক্স, ১৬ জুলাই : আগামী মঙ্গলবার ২০২১-র মাধ্যমিকের ফলপ্রকাশ । করোনার কারনে এবছরের মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায় । কিন্তু ছাত্র-ছাত্রীদের কথা ভেবে বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের । সকাল ৯টায় ফল প্রকাশ হবে। সকাল ১০টা থেকে নিম্ন লিখিত ওয়েবসাইটগুলিতে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দেখা যাবে ফলাফল ।

 

 

 

 

 

ওয়েবসাইটগুলি হল : www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresult.com

 

 

 

 

 

এছাড়াও www.exametc.com -এ আগে থেকে মোবাইল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্টার করে রাখলে SMS-এর মাধ্যমে জানা যাবে ফলাফল । পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে ‘মাধ্যমিক রেজাল্ট ২০২১’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন ফলাফল ।

 

 

 

 

 

অন্যদিকে, ২২ জুলাই ঘোষিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যামিক পরীক্ষার রেজাল্ট । মাধ্যমিকের মতোও এবছরের বাতিল হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষাও । দুপুর ৩-টেয় ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি । বিকেল ৪টে থেকে ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা । ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে মিলবে মার্কশিট ।

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments