এসিএন লাইফ নিউজ, ৩০ সেপ্টেম্বর : শুরু ভবানীপুরে উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব । আর উপনির্বাচন শুরুর ঠিক আগেই দ্বিগুন বাহিনী পাঠাল কমিশন । ১৫ থেকে বেড়ে ভবানীপুরে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি ।
সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে । সব বুথে থাকবে মাইক্রো অবজার্ভার ।
ভবানীপুর বিধানসভায় মোট বুথ ২৮৭টি । এর মধ্যে মেন বুথ ২৬৯টি । কোভিড পরিস্থিতির জন্য তৈরি হয়েছে ১৮টি অক্সিলিয়ারি বুথ । প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । থাকছে কুইক রেসপন্স টিম । ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক ।
ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই বাড়তি নিরাপত্তার রয়েছে সেখানে ।