যে সিনেমাই আসুক না কেন কোন বাদ-বিচার না করে সেই সিনেমা আমাকে বয়কটের তালিকায় ফেলে দিচ্ছেন জনগণ। এই বয়কটের ঠেলায় বাজেটের অর্ধেক টাকা উঠে আসছে না সিনেমার। মাথায় হাত পড়ে যাচ্ছে প্রথম সারির নায়ক থেকে শুরু করে পরিচালক প্রযোজকদের। তবে জানেন কি বলিউডে এমন অনেক সিনেমা রয়েছে যেগুলি দেশের মাটিতে সুপার ফ্লপ হিসেবে প্রমাণিত হলেও বিদেশের মাটিতে পেয়েছে প্রশংসা। চলুন এক ঝলক সেই সিনেমাগুলোর তালিকায় নজর দেওয়া যাক যে সিনেমা গুলিকে এতদিন আমরা ফ্লপ সিনেমা হিসেবে জানতাম।
ক্রিশ ৩: কোই মিল গিয়া সিনেমার পর ক্রিস সিনেমা বানিয়ে দারুন সাফল্য অর্জন করেছিলেন রাকেশ রোশন। ক্রিস সিনেমার সাফল্যের পথ তিনি ঠিক করেন, আরো সিকুয়েল তৈরি করবেন তিনি। তবে পরবর্তী সিকুওয়েল ক্রিস থ্রি সিনেমাটি একেবারেই পছন্দ করেন নি সাধারণ মানুষ। তবে সুপার হিরো, নির্ভর এই সিনেমাটি আবার বিদেশে দুর্দান্ত প্রশংসা পেয়েছিল এবং ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল।
হ্যাপি নিউ ইয়ার: ফারাহ খান পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছিলেন একাধিক নামি নামি স্টার। সিনেমাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, দীপিকা পাডুকন, সনু সুদ এবং বোমান ইরানির মতো একাধিক নামিদামি তারকা। সিনেমাটি ভারতীয় দর্শকরা একেবারে পছন্দ না করলেও আন্তর্জাতিক বাজারে এই সিনেমাটি প্রায় ৯৬ কোটি টাকার ব্যবসা করেছিল।
ব্লু: মূলত অ্যাকশন ধর্মী এই সিনেমাটি আন্ডার ওয়াটারের এডভেঞ্চারের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছিল। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ব্যাপক সমালোচনা পায় তবে বিদেশের মাটিতে প্রায় ১১৮ কোটি টাকা উপার্জন করে এই সিনেমাটি।
যাব হ্যারি মেট সজল: শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে দুর্দান্তভাবে ফ্লপ সিনে�