ইন্দাস ভারতীয় জনতা পার্টির মন্ডল ওয়ানে 73 এ 73 স্লোগানে বিধানসভা ভোট জয়ের লক্ষ্যে আজ ইন্দাস মন্ডল ওয়ান এর পক্ষ থেকে ইন্দাস মন্ডল ওয়ান এলাকার 73 টি বুথ থেকে এক জন করে মোট 73 জন রক্ত দান করে আগামী বিধানসভা ভোট প্রচার শুরু করলেন I
এদিন ভারতীয় জনতা পার্টি ইন্দাস মন্ডল ওয়ানের পক্ষ থেকে একটি রক্তদান শিবির আয়োজন করা হয় এই শিবিরে এর মূল উদ্দেশ্য ছিল টিটাগরে বিজেপি নেতা মনিশ শুক্লাকে থানার সামনে গুলি করে অজস্র রক্তক্ষরণ এর মাধ্যমে হত্যা করে তৃণমূলের দুষ্কৃতীরা আর এই রক্তের যোগান মেটাতে এবং ইন্দাস ভারতীয় জনতা পার্টির মন্ডল ওয়ানে যে 73 টি বুথ আছে সেই সকল বুথেই আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কে জয়যুক্ত করার জন্য 73 টি বুথ থেকে একজন করে মোট 73 জন সহৃদয় ব্যক্তি রক্ত দান করেন ।
73-এ 73 ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Dienstag, 6. Oktober 2020
আজকের এই রক্ত দান শিবির মঞ্চ থেকে এলাকার 200 জন কর্মী বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিল্লেশ্বর সিংহ ও ইন্দাস ব্লক বিজেপি মন্ডল ওয়ানের সভাপতি দশরথ মল্লিকের হাত ধরে ।
তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে সাধন সাঁতরা জানান তৃণমূলের জন্য জেল খেটেছি আজ তৃণমূলের কাছেই অত্যাচারিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম মানুষের পাশে থাকব বলে ।