কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা ছিল অন্য দিকে। এই সময় একটি অতিকায় কুমির নিঃশব্দে এসে হাঁটুর কাছে কামড়ে ধরে জুলিয়োর।
ছটফট করতেই কুমির একটানে তাকে নিয়ে যায় গভীর জলে। তার পর মাথা কামড়ে ধরে চলে যায় আরও গভীরে। কিছু ক্ষণ জুলিয়োর ছটফটানি বোঝা গেলেও কয়েক মুহূর্তের মধ্যেই সব আবার শান্ত। হতচকিত মা-বাবা বিস্ফারিত চোখে দেখেন, আচমকা ছেলেকে নিয়ে চলে গেল অতিকায় কুমিরটি।
তার পর আর কুমিরের দেখা মেলেনি। মাসখানেক পর এক অজ্ঞাতপরিচয় শিকারি একটি কুমির মারেন। গ্রামবাসীরা কুমিরের পেট চিরে দেখেন মানুষের হাড় এবং চুলের অংশবিশেষ। তা দেখেই নিশ্চিত হওয়া যায়, সেই কুমিরের পেটেই গিয়েছে ৮ বছরের জুলিয়ো।অতিকায় কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ।