ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই কিশোর।
তার পরই সংজ্ঞা হারায় সে।১৬ বছর বয়স ,নাম অনুজ। ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেখেন, কিশোরের ঠোঁট নীলাভ হয়ে গিয়েছে।
তত ক্ষণে থেমে গিয়েছে তার নাড়ির স্পন্দন। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।বৃহস্পতিবার এই ঘটনার খবর প্রকাশ্যে এসেছে।অনুজ এখুন আর আমাদের মধ্যে নেই চিকিৎসকেরা তাকে মৃতো বলে ঘোষণা করেছে ।