Home ৪৫ বছরের ৪৫ বছরের ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হল ১৬ বছরের নাবালিকা, তবে এই...

৪৫ বছরের ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হল ১৬ বছরের নাবালিকা, তবে এই বিয়ে করার কারণ কি?

কিছু কিছু জায়গায় আবার কয়েকশ বছরের পুরোনো সব প্রথারও প্রচলন রয়েছে। যার মধ্যে অন্যতম হল বাল্যবিবাহ (Child Marriage)। বর্তমান সময়ে বাল্যবিবাহ আইনের চোখে একটি বড় অপরাধ। তা সত্বেও দেশের বিভিন্ন স্থানে এই ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে।সেই রেশ বজায় রেখেই এবার এমনই এক ঘটনা সামনে এসেছে রাজস্থানের (Rajasthan) যোধপুর জেলা থেকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, যোধপুর জেলায় একটি ১৬ বছর বয়সী নাবালিকাকে তার বাবার বয়সী একজন ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরের বয়স হল ৪৫ বছর। তবে, এই বিয়ের পেছনে একটি অবাক করা কারণও রয়েছে।জানা গিয়েছে, প্রথমে ওই নাবালিকার বড় দিদির (বয়স ২২ বছর) সাথে বিয়ে ঠিক হয় ওই ব্যক্তির।

এদিকে, ওই যুবতী যখন জানতে পারেন যে তাঁর হবু বরের বয়স তাঁর থেকে প্রায় দ্বিগুণ তখন তিনি পালিয়ে যান । এদিকে, অভিযোগ ওঠে যে, এই বিয়ের জন্য ওই যুবতীর মেসো-মাসি বরের পক্ষ থেকে প্রায় ৫ লক্ষ টাকা নেয়।এমতাবস্থায়, যুবতীর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে বিপদে পড়েন তাঁরা। তাই, ওই যুবতীর বোনকেই পাত্রী হিসেবে নিয়ে আসা হয়। আর এভাবেই ওই ব্যক্তি বিয়ে করে নেন ১৬ বছর বয়সী নাবালিকাকে।ওই যুবতী জানিয়েছেন যে, মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু, বিয়ের প্রায় ৪০ দিন পর তাঁর স্বামী মারা যান। যার ফলে তিনি তখন থেকেই বিধবা হয়ে যান। পাশাপাশি, ওই যুবতী আরও জানান যে, তখন এই সম্পর্কে তিনি কিছুই বুঝতে পারেন নি।তিনি যখন ১৮ বছর বয়সী হন তখন তিনি বুঝতে পারেন যে, তিনি ৫ বছর আগে বিয়ে করেছিলেন এবং বিধবাও হয়ে পড়েন।

এমতাবস্থায় তিনি জানান, তাঁর প্রথম বিয়েটা হয়েছিল টাকা বাঁচানোর জন্য। আর দ্বিতীয় বিয়েটা দেওয়া হচ্ছিল টাকা কামানোর জন্য। যখন তিনি জানতে পারেন যে, তাঁর হবু স্বামীর বয়স ৪৫ বছর, তখন তিনি বাড়ি থেকে পালিয়ে যান। এরপর তাঁর বোনকে পাত্রী করা হয়।ইতিমধ্যেই ওই যুবতী এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বাবা সহ মোট ৪ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, প্রথমবার যখন বিয়ে করেন তখন তিনি জানতেন না বিয়ে বিষয়টা কি। তিনি পড়াশোনা করতে চেয়েছিলেন।

এছাড়াও, ওই যুবতী জানান, তাঁর ৩ বোন ও এক ভাই রয়েছে। বড় দিদির বিয়ে আগেই হয়ে গেছে। পরিবারের সদস্যরা সবসময় মেয়েদের রীতিমতো “বোঝা” মনে করত। শুধু তাই নয়, তারা ক্রমাগত বলত যে পড়াশোনা করে কিচ্ছু হবে না।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments