Home ৭৮-এর ডেটিং সাইট’-এ কোটি টাকা খুইয়ে ৭৮-এর বৃদ্ধ গেলেন থানায়

ডেটিং সাইট’-এ কোটি টাকা খুইয়ে ৭৮-এর বৃদ্ধ গেলেন থানায়

পুলিশের দ্বারস্থ হলেন ৭৮ বছরের এক বৃদ্ধ। তবে কেনো ?ডেটিং সাইটে’ ঢুঁ দিয়ে প্রায় ১ কোটি টাকা খুইয়েছেন।কি ভাবে?মহারাষ্ট্রের পুণের ঘটনা। বিপত্নীক ওই বৃদ্ধ একটি ‘ডেটিং সাইট’-এ ‘সঙ্গী’র খোঁজ করছিলেন। ২০২২ সালের মে মাসে রজত সিংহ এবং নেহা শর্মা নামে দু’জন তাঁকে ফোন করেন। তাঁরা সংশ্লিষ্ট ডেটিং সাইটের কর্মী বলে পরিচয় দেন। এর পর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া নেওয়া করেন নিজেরা।

বৃদ্ধকে জানানো হয় হোয়াটসঅ্যাপেই নতুন সঙ্গিনীর সঙ্গে পরিচয় হয়ে যাবে তাঁর। কিন্তু তার জন্য লাগবে ‘রেজিস্ট্রেশন চার্জ’। পরিষেবা পেতে হলে একটি বড় অঙ্কের টাকা চাওয়া হয়। সেই অনুযায়ী ৭৮ বছর বয়সি টাকা পাঠিয়েও দেন। বলা হয়েছিল এটা ‘রিফান্ডেবল চার্জ’। অর্থাৎ, পরিষেবা দেওয়ার পর ওই টাকা আবার ফেরত পেয়ে যাবেন তিনি। বৃদ্ধের অভিযোগ, সেই কথা অনুযায়ী তিনি অনলাইনে মোট ১ কোটি ২ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা পাঠিয়েছিলেন।

কিন্তু কোথায় সঙ্গী আর কোথায় ‘রিফান্ডেবল চার্জ’! কিছুই না পেয়ে রজত এবং নেহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বৃদ্ধ। কিন্তু তাঁদেরও কোনও খোঁজ পাননি।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুণের সাইবার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর বয়স ৭৮ বছর। একটি বেসরকারি সংস্থার পদস্থ আধিকারিক ছিলেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments