সদ্যোজাত কন্যাসন্তানের ওজন ২.৩ কেজি। চার পা থাকায় শিশুটির শারীরিক বিকৃতি রয়েছে। শিশুটির অতিরিক্ত যে দু’টি পা রয়েছে, তা নিষ্ক্রিয়। শিশুটির শরীরের অন্য অংশে আর কোনও বিকৃতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
বুধবার কমলা রাজা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরতি কুশওয়াহা নামের এক মহিলা। তবে বাচ্চাটি সুস্থ রয়েছে।শিশুটিকে পরীক্ষা করানোর পর যদি দেখা যায় শরীরের আর কোনও অংশে বিকৃতি নেই, তা হলে ওই অতিরিক্ত দু’টি পা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বর্তমানে ওই হাসপাতালের সদ্যোজাতদের ওয়ার্ডে রাখা রয়েছে শিশুটিকে।চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রদেশের রাতলামে দু’টি মাথা, তিনটি হাত ও দু’টি পা নিয়ে জন্ম হয়েছিল একটি শিশুর।সদ্যোজাতর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা রয়েছে।