Home খবর প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে ফরিদপুরে হাজির শান্তিপুরের কিশোরী

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে ফরিদপুরে হাজির শান্তিপুরের কিশোরী

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে ফরিদপুরে হাজির শান্তিপুরের কিশোরী।

প্রেমিকের সঙ্গে দেখা হলেও শেষ ইচ্ছেপূরণ কিন্তু হল না। বিয়ের পিঁড়িতে বসামাত্র তাতে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে কিশোরীকে উদ্ধার করে সংশোধনাগারে (Jail) পাঠানো হয়েছে। বছর একুশের প্রেমিক আদালতের দ্বারস্থ হয়েছেন।কাঁটাতারও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ওই কাঁটাতার টপকে প্রেমের টানে শান্তিপুরের কিশোরী হাজির হল বাংলাদেশের (Bangladesh) ফরিদপুরে।ঘটনা ফরিদপুর (Faridpur) জেলার বোয়ালমারি উপজেলার।

প্রেমিকের সঙ্গে দেখা করতে সেখানেই ছুটে গিয়েছিল নদিয়ার শান্তিপুরের (Santipur) কিশোরী। প্রেমিকের নাম তন্ময় রাজবংশি, তাঁর বয়স ২১ বছর। তন্ময়ের বাড়ি বোয়ালমারি পৌরসভার গুনবহা গ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (Facebook) ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তন্ময়ের। এরপর শুক্রবার ওই কিশোরী ভারত থেকে বোয়ালমারিতে, প্রেমিকের বাড়িতে চলে আসে। তন্ময়ের ভগ্নিপতি উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা গোপাল রাজবংশির বাড়িতে ওঠান। সেখানে রাতে বিয়ের আয়োজন করা হয়। রাত ১১টার দিকে দু’জন বিয়ের পিঁড়িতে বসে।বিয়ের খবর পেয়ে পুলিশ দু’জনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ সেলিমুজ্জামান লিটু জানান, ”শুনেছি ভারত থেকে ওই কিশোরী প্রেমের টানে ছুটে আসে। তার বয়স না হওয়ায় এবং ভিসা-পাসপোর্ট না থাকায় পুলিশ দু’জনকে আদালতে পাঠায়।’’প্রেমের টানেই মেয়েটি ছুটে এসেছে। তবে কিশোরীর কোনও ভিসা-পাসপোর্ট নেই, আবার বয়সও কম। তাই তন্ময় রাজবংশিকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। আর ওই কিশোরীকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়।”

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments