বর্তমানে রাজ্য সরকারের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর নাম করে করে চাকরি দেওয়ার নামে এলাকা থেকে বেকার ছেলেমেয়েদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক হোমিওপ্যাথি ডাক্তার ও তার ছেলে । গর্বের সঙ্গে নিজেকে একজন তৃণমূল কর্মী বলে দাবি করছেন ওই ডাক্তারবাবু। ওই ডাক্তার বাবু ও তার ছেলের নাম ডাঃ উত্তম মুখার্জি ও তার ছেলে অর্ণব মুখার্জি।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার ১৪ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর এলাকায়। বেকার ছেলেমেয়েদের অভিযোগ তাদের কাছে গ্রুপ ডি ও অন্যান্য পদে চাকরি দেওয়ার জন্য ডাক্তারবাবু তাদের কাছ থেকে টাকা নেন। ডাক্তারবাবু ও টাকা নেয়ার কথা স্বীকার করেন। তবে তিনি জানিয়েছেন এই কাজ করে তিনি অন্যায় করেননি, আগেও টাকা দিয়েছেন যারা তাদের চাকরি দিয়েছি, এখনো চাকরি দিচ্ছি আগামী দিনও চাকরি দেব। তার বাড়িতে তল্লাশি চালিয়ে সোনারপুর থানার পুলিশ সরকারি দপ্তরের কার্ড নিয়োগ পত্র সহ প্রচুর স্ট্যাম্প প্যাড নথি উদ্ধার করেন।
কিছুদিন আগে স্থানীয় মানুষদের বিক্ষোভের জেরে কিছু মানুষকে টাকা ফিরিয়েও দিয়েছেন। এবার বেশ কিছু মানুষ টাকা ফিরিয়ে না পেয়ে তারা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করায় আজ তাদেরকে 14 নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করেন সোনারপুর থানার পুলিশ।