পুজোর ‘উপহার’ হিসাবে এ রাজ্যে পদ্মার ইলিশ এল ও পার বাংলা থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগেই সে দেশের সরকারের তরফে ইলিশ রফতানিতে সবুজ সঙ্কেত দেওয়া হয়। সোমবার থেকে শুরু হয়েছে হাসিনার চার দিনের ভারত সফর। তার ঠিক পরই দিনই হাওড়ার পাইকারি বাজারে এসেছে সাড়ে আট মেট্রিক টন পদ্মার ইলিশ। তার দামও মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে।
পাইকারি বাজারে ওই ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকা কেজি দরে। পদ্মার ইলিশ পেয়ে খুশি ক্রেতারা। অনেককেই দেখা গিয়েছে জোড়া ইলিশ কিনে বাড়ি ফিরতে।হাওড়ার পাইকারি বাজারে মঙ্গলবার ভোরে এসেছে ওই ইলিশ। তার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।
কিন্তু গত তিন বছর ধরে দুর্গাপুজোর আগে এ রাজ্যে ইলিশ রফতানিতে সম্মতি দিচ্ছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। রবিবার ‘ফিশ ইমপোর্টস অ্যাসোসিয়েশন’-এর কাছে একটি চিঠি এসে পৌঁছয়। তাতে জানানো হয়, চলতি বছরে ২,৪৫০ মেট্রিক টন ইলিশ মাছ এ রাজ্যে রফতানির জন্য অনুমতি দেওয়া হয়েছে হাসিনা সরকারের তরফে। এ দেশের মৎস্য-ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাছ আমদানির কাজ সম্পূর্ণ করতে হবে।
সেই অনুযায়ী, মঙ্গলবার থেকে হাওড়ার পাইকারি বাজারে ইলিশ মাছ আসা শুরু হল। মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, এ বার থেকে রোজই বাংলাদেশ থেকে ইলিশ ঢুকবে হাওড়ার পাইকারি বাজারে।