Home অফবিট খাবার দেওয়ার পরেও গরু দুধ দিচ্ছে না ! মামলা দায়ের করতে থানায়...

খাবার দেওয়ার পরেও গরু দুধ দিচ্ছে না ! মামলা দায়ের করতে থানায় ব্যক্তি

এসিএন লাইফ নিউজ, ৮ ডিসেম্বর : গরু দুধ দিচ্ছে না । তাই রেগে থানায় গেলেন এক ব্যক্তি । কী অবাক হচ্ছেন ? না আশ্চর্য হওয়ার কোনও কারণ নেই । এমন ঘটনা সত্যিই ঘটেছে । আর সেই ঘটনাস্থল হল কর্ণাটকের শিমোগা জেলার সিদলিপুরা গ্রামে ।

 

 

 

 

সাধারণত মানুষ থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন চুরি, ডাকাতি, লুঠ, হমকি, মারপিঠ, খুন-জখম ও ধর্ষণ-শ্লীলতাহানির মতো ঘটনায় । কিন্তু গরুর বিরুদ্ধে অভিযোগ ! যা শুনে স্তম্ভিত হয়ে পড়তে হয় পুলিশ কর্মীদের ।

 

 

 

 

জানা যায়, সিদলিপুরা গ্রামের বাসিন্দা কৃষক রামাইয়া কয়েকদিন আগে থানায় এসে পুলিশ কর্মীদের জানান, তিনি তাঁর গাই গরুর বিরুদ্ধে মামলা দায়ের করতে এসেছেন । গত চার দিন ধরে দুধ দিচ্ছে না তাঁর গরু । এ জন্য তাঁর গরুর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে ।

 

 

 

 

 

রামাইয়ার এই অভিযোগ শুনে কার্যত মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয় থানার পুলিশ কর্মীদের । রামাইয়া পুলিশকে বলেন, প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ও বিকেল ৪ টে থেকে সন্ধে ৬ টা পর্যন্ত তিনি তাঁর গরুকে খাওয়ান । কিন্তু খাওয়া-দাওয়া করার পরও গরুটি দুধ দিচ্ছে না । এটা কী খুবই অন্যায় নয় ! তাই গরুকে থানায় ডেকে পাঠিয়ে বুঝিয়ে সুঝিয়ে দুধ দিতে রাজি করতে পুলিশের কাছে আর্জিও জানান তিনি ।

 

 

 

 

 

অবশেষে, সব অভিযোগ শোনার পুলিশ তাঁকে জানান, এমন কোনও ঘটনার অভিযোগ দায়ের করা তাঁদের পক্ষে সম্ভব নয় । তাই তিনি যেন নিজেই এই সমস্যার সমাধান করেন ।

 

 

 

ছবি সৌজন্য : pixabay

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments