পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাজারের ওপর অবস্থিত বিল্ডিং এর একাংশ রাতে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিদর্শন করেন পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলর সমীরুদ্দীন। তবে সেই মুহূর্তে কেউ না থাকায় তেমন কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি, সামান্য আহত হয় এক ব্যক্তি।
দীর্ঘদিন ধরে একটু একটু করে ফাটল ধরে খসে পড়ছিল ওই বিল্ডিং এর চাঙর। গতকাল রাত ১০টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে।ফলে আতঙ্কবোধ করতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান কাউন্সিলর।