ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থুতুকুড়ি জেলার শ্রীবাইকুন্তম শহরে। যুবকের নাম মুঠু। তিনি প্রতিদিনের মতোই বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসছিল সারের বস্তাবোঝাই ট্রাকটি। বস্তাগুলিকে বেঁধে রাখার জন্যই ট্রাকের গায়ে দড়ি লাগানো ছিল। সেই দড়িই মুথুর গলায় আটকে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার চিত্র।
ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।শহরের ব্যস্ত রাস্তায় এরাল অঞ্চল দিয়ে যখন ওই যুবক বাইক চালিয়ে যাচ্ছিলেন, তখন এই ঘটনাটি ঘটে যায়। অবশ্য যুবকের আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের কোনও কোনও জায়গায় কেটেছিঁড়ে গেলেও ওই যুবক এখন ভাল আছেন।
প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি গিয়ে ওই যুবককে উদ্ধার করে তাঁর চোখে মুখে জল দেন।তবে এই ঘটনার সত্যতা যাচাই করেনি acn নিউজ ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলেন ওই যুবক।কল্পনা করতে পারেননি কেউই যে এমন ঘটনা ঘটে যাবে।