ঘটনাটি রাজস্থানের দুঙ্গারপুরের।বাড়িতে পুজো চলছিল। হঠাৎই রণমূর্তি ধারণ করল কিশোরী। উগ্র মূর্তি ধারণ করে।পুজোপাঠ ছেড়ে বেরিয়ে পড়লেন ঘর ছেড়ে।ঘর থেকে একটি তরবারি বার করে কিশোরী তাঁদের দিকে এগিয়ে আসছেন।তাকে আটকাতে যায় পরিবারের সদস্যরা ।
তাকে ঠেকাতে এগিয়ে যান কিশোরীর বাবা এবং দাদা।সেই তরবারি দিয়ে তাদের কেও আঘাত করে তবে নিজেরা কোনো রকমে বেচেঁ যায়।কিশোরী ফের ঘরে ঢুকে তার ন’বছরের খুড়তুতো বোনকে হাতের সামনে থাকা তরবারি দিয়ে আঘাত করে ধড় থেকে মুণ্ড আলাদা করে দেয়।ঘরের সময় দেখে ওই দৃশ্য অবাক। বাড়িতে দশমাতা পুজো হচ্ছিলো।তাঁর মেয়ে হস্টেল থেকে পুজোর এক দিন আগেই বাড়ি ফিরেছিল।
পুজো দেবে বলে উপোস করেছিল। সোমবার পুজোর দিন হঠাৎই মেয়ের আচরণে অসঙ্গতি ধরা পড়ে। বাড়িতে তখন পুজো চলছিল। হঠাৎ মেয়ে একটি তরবারি নিয়ে তেড়ে যায় সকলের দিকে। মেয়েকে ঠেকাতে গিয়ে আহত হয়েছেন তিনি এবং তাঁর ছেলে।পুলিশ কিশোরীকে আটক করেছে। কেন এমন হামলা চালাল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক গোবিন্দ সিংহ।