Home এক শ্রমিকের দুর্গাপুর ইস্পাত কারখানায় গলিত লোহা ছিটকে মৃত্যু এক শ্রমিকের

দুর্গাপুর ইস্পাত কারখানায় গলিত লোহা ছিটকে মৃত্যু এক শ্রমিকের

মৃত্যু হল ১ শ্রমিকের, গুরুতর আহত ৩ ঠিকা কর্মী। ২জনের অবস্থা সঙ্কটজনক অবস্থার মধ্যে রয়েছেন।রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি ৩ শ্রমিককে প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব হাসপাতলে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বিধাননগরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।দুর্গাপুর ইস্পাত কারখানায় গলিত লোহা ছিটকে ঘটনাটি ঘটে।৪ জনের মধ্যে, ২ জন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। এক জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

আর এক জন ঘরের মধ্যে রয়েছেন, যাঁকে এখনও হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই শ্রমিক। তিনি আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন। তিনি বলেন, ‘‘যাঁদের আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম, তাঁদের শারীরিক অবনতি দেখে প্রত্যেকে মিশন হাসপাতালে স্থানান্তরিত করার কথা ভাবা হয়েছে এবং তাঁদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।”মৃত ঠিকা শ্রমিকের নাম পল্টু বাউরি বলে জানা গিয়েছে। আহতদের নাম প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, গোপী রাম এবং প্রশান্ত ঘোষ। এই ঘটনার জেরে সবক’টি শ্রমিক সংগঠন শ্রমিক নিরাপত্তার দাবি জানিয়েছে। দায়ী করেছে ইস্পাত কর্তৃপক্ষকে। গোটা ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে শিল্প শহর দুর্গাপুরে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments