আগামী বছর যে-সব ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের রেজিস্ট্রেশন বা নথিভুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে তার পরের বছর অর্থাৎ ২০২৪ সালে যারা ওই পরীক্ষা দেবে, তাদের ফর্ম পূরণের সময় আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের ব্যাখ্যা, একাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় এখনই ওই দু’টি নথি লাগবে না। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ পর্বে ওই দু’টি নথি দিতেই হবে।
এখন একাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন চলছে। তারাই দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা দেবে ২০২৪ সালে। কিছু দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে সংসদ জানিয়েছিল, রেজিস্ট্রেশনের সময়েই প্রত্যেক পড়ুয়াকে আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে। সংসদের এক কর্তা জানান, করোনার টিকার জন্য আধার কার্ড বাধ্যতামূলক ছিল। তাই তাঁরা ভেবেছিলেন, উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষার্থীর কাছেই আধার কার্ড থাকবে।
সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘রেজিস্ট্রেশনের সময় অনেক স্কুলই জানিয়েছে, তাদের কিছু পড়ুয়ার এখনও আধার কার্ড হয়নি। ফলে নথিভুক্তিতে সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে আমরা আপাতত রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড ও জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক করছি না। তবে এই পড়ুয়ারা যখন ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার আগে ফর্ম পূরণের সময় এই দু’টি নথি বাধ্যতামূলক করা হচ্ছে। তাই ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই সব ছাত্রছাত্রীকে আধার কার্ড করিয়ে নিতে বলা হয়েছে।’’