ষষ্ঠ পে কমিশনের দাবিতে আমরণ অনশন শ্রমিকদের। বাঁকুড়ার বড়জোড়া কংসাবতী কো অপারেটিভ স্পিনিং মিলের বিভিন্ন দাবি নিয়ে মঞ্চ করে আমরন অনশন শুরু করেছেন ওই স্পিনিং মিলের স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকরা।
ষষ্ঠ পে কমিশন, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী এমনি একাধিক দাবি নিয়ে গত ১ লা সেপ্টেম্বর থেকে স্পিনিং মিলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৩০০ শ্রমিক। প্রায় ১ মাস ধরে অবস্থান আন্দোলনের কর্মসুচী চালিয়েও স্পিনিং মিল কর্তিপক্ষের তরফ থেকে কোন সাড়া না পেয়ে গতকাল থেকে আন্দোলনকারী শ্রমিকরা নিজেদের প্রাপ্য দাবি আদায় নিয়ে আমরন অনশনের শুরু করেছেন।
আমরণ অনশন ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 2. Oktober 2020
শ্রমিকদের দাবি রাজ্য সরকারের অধিনে থাকা এই স্পিনিং মিলের বয়স ২৫ বছর। কিন্তু দীর্ঘ দিন ধরে এই স্পিনিং মিলের স্থায়ী ২৬৭ জন এবং অস্থায়ী ৫০ জন শ্রমিক বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার।
বার বার স্পিনিং মিল কর্তিপক্ষে এবং রাজ্যের সংশ্লিষ্ট দফতরের সাথে বার বার শ্রমিকরা তাদের দাবি নিয়ে দ্বারস্থ হলেও কোন সুরাহা হয়নি। এবার ষষ্ঠ পে কমিশন সহ একাধিক দাবি নিয়ে বড়সড় আন্দোলনের পথ বেছে নিয়েছেন শ্রমিকরা।