Home আজকের খবর আবাস যোজনায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ

আবাস যোজনায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ

আবাস যোজনায় অনিয়মের অভিযোগে এলাকা বাসীরা পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো শুক্রবার। আবাস যোজনার তালিকাতে তৃণমূল নেতাদের নাম থাকায় বিক্ষোভকারীরা সরব হন। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের সামনে শতাধিক গরীব মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

ভালুকা অঞ্চলে এবং অবস্থান বিক্ষোভ রাস্তা অবরোধ করে এলাকায় মিছিল করেন গ্রামবাসীরা বলে খবর। তাঁদের দাবি না মানা হলে অবস্থান বিক্ষোভ তুলবেন না জানান বিক্ষোভকারীরা। এবং ভালুকা পুলিশ ফাঁড়ির আইসি বিমল দাসের নেতৃত্বে অবরোধ তুলতে গেলে বচসা বাদে পুলিশের সাথেও বলে অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ওই পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত। তাই তৃণমূলের নেতারাই আবাস যোজনায় তালিকাভুক্ত হচ্ছেন বলে বিক্ষোভকারীদের অভিযোগ।

বিক্ষোভে সামিল হওয়া এক গৃহবধু সুলেখা দাসের অভিযোগ, এলাকায় যাদের দোতলা বাড়ী রয়েছে এমনকি বিত্তবানদের নাম আবাস তালিকাভুক্ত রয়েছে। আর আমার ঘর নেই!তাই ভিনরাজ‍্যেই কাটিয়েই দিই বছরের বেশীদিন গুলি। আর তৃণমূলের নেতারা নিজেদের পরিবারের ও আত্মীয়দের নাম ঢোকাচ্ছেন। স্বজনপোষন হচ্ছে আবাস যোজনায় বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা।

আবাস যোজনায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ ( মালদা )

আবাস যোজনায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ ( মালদা )

Gepostet von ACN Life News am Freitag, 28. August 2020

বিজেপির অভিযোগ,রাজ্যের সাথে সারা জেলা জুড়ে এই ঘরেতে দুর্নীতি করেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলি। এটা এখন স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আর এই কারনেই সাধারণ মানুষ বঞ্চিত হয়ে বিক্ষোভ দেখাচ্ছে।

গোটা ঘটনায় অস্বস্তিতে রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা দেবপ্রিয় সাহা বলেন, অভিযোগ হয়েছে ঘটনার তদন্ত প্রশাসন করবে। সেক্ষেত্রে যদি দোষী প্রমাণিত হয় তাহলে আইনি গত ভাবে যেমন ব্যবস্থা হবে দল ব্যবস্থা নেবে।
তবে বিজেপির মদতেই বিক্ষোভ করানো হচ্ছে বলে দাবী তৃণমূলের।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments