সকলের কাছে ‘স্পষ্টবাদী’ হিসেবেই পরিচিত অভিজিৎ ভট্টাচার্য।তবে দুর্দান্ত গায়কীর পাশাপাশি নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্যেও মাঝেমধ্যে চর্চার কেন্দ্রে উঠে আসেন তিনি।সম্প্রতি যেমন তাঁরই একটি সাক্ষাৎকারের (Abhijeet Bhattacharya interview) ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।দর্শকরা যখন ‘পাঠান’ জ্বরে কাবু ঠিক সেই সময় ভাইরাল হয়েছে অভিজিতের এই বিস্ফোরক সাক্ষাৎকার। শাহরুখ খান প্রসঙ্গে যেমন গায়ক বলেন, তিনি খুবই সফল ব্যবসায়ী।
গত কয়েক বছরে তাঁর ছবিগুলিও শুধুই ব্যবসা করে গিয়েছে। গায়কের সংযোজন, যারা ভালো ছবি বানান তাঁদের সঙ্গে কাজ করেন না পর্দার ‘পাঠান’।শাহরুখকে নিয়ে বক্তব্য রাখার পর নব্বইয়ের দশকের এই জনপ্রিয় গায়ক এআর রহমানের প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন।অভিজিৎ বলেন, ‘ওনাকে মিউজিশিয়ানই মনে করি না। গান কীভাবে গাইতে হয় সেটা গেয়ে শোনাতে পারবেন না তিনি। প্রযুক্তি নিয়ে পরীক্ষানিরীক্ষা করে উনি সঙ্গীতশিল্পী হয়েছেন। মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার জানেন না।
সমস্ত সঙ্গীতশিল্পীদের পেটে লাথি মেরেছেন উনি’।যদিও তিনি বলেন, গায়ক হিসেবে উদিত নারায়ণের স্থান কেউ কখনও নিতে পারবে না। কুমার শানুকেও দশের মধ্যে দশ নম্বরই দিয়েছেন তিনি। এখনকার সবচেয়ে জনপ্রয় গায়ক অরিজিৎ সিংয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিজিৎ বলেন, ‘এখন যে গানই শুনি সবাই বলে এটা অরিজিৎ। কোনটা অরিজিৎ সেটাই জানি না। তবে অরিজিৎ খুব ভালো গান করে’।এই বক্তব্য কে ঘিরে সরগরম নেট পারা।