দক্ষিণ 24 পরগনা ক্যানিং শিয়ালদা লাইন চম্পাহাটি ট্রেন অবরোধ করল যাত্রীরা। সকাল থেকে লোকাল ট্রেন বাতিল থাকা এবং করোনার কারণে অনেক ট্রেন বাতিল থাকার জন্য অতিরিক্ত যাত্রী ওঠে সাতটা কুড়ি ক্যানিং লোকাল ট্রেনটাতে সেই সময় ক্যানিং থেকে আসা ট্রেনের অতিরিক্ত যাত্রী থাকার কারণে চম্পাহাটি থেকে বহু প্যাসেঞ্জার উঠতে পারিনি ঠেলাঠেলি করে।
তারপর একজন কোনমতে ঠেলে ঠুলে ট্রেনে ওঠে সে চম্পাহাটি স্টেশন থেকে রেলগেটে আসার পরে ট্রেন থেকে পড়ে যায় নিত্যযাত্রী প্যাসেঞ্জার। তড়িঘড়ি তাকে নিয়ে রেল যাত্রীরা কালিকাপুর গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যায়। তার অবস্থা গুরুতর ।
সেই মতো অবস্থায় যাত্রীরা ক্ষুব্দ হয়ে চম্পাহাটি ট্রেন অবরোধ করল ইতিমধ্যে চাম্পাহাটি রেল গেট সংলগ্ন অসংখ্য যাত্রীরা তারা রেলগেট অবরোধ করে আপ এবং ডাউন ট্রেন দুই দিকে দাঁড়িয়ে আছে ।এই অবরোধ নিয়ে যাত্রীদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে ।ট্রেন ছাড়ার জন্য।
নিত্যযাত্রীদের যাবি তাদের যতগুলি ট্রেন ছিল ক্যানিং শিয়ালদা লাইনের সমস্ত ট্রেন দিতে হবে। করোনার জন্য দুই একটা ট্রেন বাতিল করায় অতিরিক্ত যাত্রী হাওয়াই এমন ঘটনা প্রায়ই ঘটছে। হুশ নেই রেলের আধিকারিকদের।