ভাঙড়ের পাওয়ার গ্রীড কে কেন্দ্র করে আবারও উত্তাপ্ত এলাকা।
বুধবার সকালে এলাকার সাধারণ মানুষ পাওয়ার গ্রীডের সামনে অবস্থান বিক্ষোভ করে। নিজেদের কিছু দাবী পূরণ না হওয়ার এই কর্মসূচী বলে জানান জমি জীবিকা ও বাস্তু রক্ষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান।
এলাকায় পুলিশ প্রশাসন ও পাওয়ার গ্রীডের আধিকারীকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করলেও তা কার্যত ব্যর্থ্য। পাওয়ার গ্রীড নিয়ে একসময় রণক্ষেত্রে পরিণত হয়েছিলো ভাঙড়।
ঘটনার পরিপেক্ষিতে রনক্ষেত্রের চেহারা নিয়েছিল এই অঞ্চল। সেসব এখন অতীত। তবে আবার আজ প্রজাতন্ত্র দিবসের সকালে পাওয়ার গ্রীডের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন জমি জীবিকা বাস্ততন্ত্র রক্ষা কমিটি।
তাঁদের দাবি সরকার অধিক সঙ্খ্যাক দাবী পুরন করলেও, এখনও বেশ কিছু দাবী পুরন করেনি। বারবার প্রশাসনের সাথে বৈঠকে বসলেও শুধু প্রতিশ্রুতি মিলেছে, দাবী পুরন হয়নি।
তাই সরকার যাতে বাকী দাবি গুলি দ্রুত পুরন করার আশ্বাস দেন তাহলে আমরা আমাদের অবস্থান থেকে সড়ব। তা না হলে আমরা পাওয়ার গ্রীডের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ করব।