Home আজকের খবর চাঁচল থানার সামনে অবস্থান বিক্ষোভ

চাঁচল থানার সামনে অবস্থান বিক্ষোভ

তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় । পুলিশের গাড়ি থেকে গ্রেপ্তার হওয়া নেতাকে ছাড়ানোর চেষ্টার অভিযোগ বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করলো পুলিশ।  মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাচলো থানার সামনে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চাচোল শহর জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স ।যদিও এব্যাপারে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। পাল্টা পুলিশের পক্ষ থেকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মহিলা পুলিশ কর্মীদের কটুক্তি, ট্রাফিক পুলিশ অফিসারকে নিগ্রহ করার অভিযোগ তোলা হয়েছে‌। অভিযোগ পাল্টা অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাচলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ সোমবার দশমীর রাতে প্রতিমা দেখতে বেরিয়ে পুলিশের সঙ্গে গোলমাল পাকায়। ওইদিন রাতে চাচোলের শান্তিপুর মোড়ে যানজট এড়াতে পুলিশ ড্রপ গেটের ব্যবস্থা করেছিলো। কিন্তু মোটর বাইক নিয়ে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা জোর যাওয়ার চেষ্টা করে । সেই নেতার বাইক বাহিনীকে পুলিশ সরকারি নিয়ম মেনে আটকায় । কিন্তু সেই সময় ওই ছাত্রনেতা মহিলা পুলিশদের উদ্দেশ্য করে কটুক্তি করে বলে অভিযোগ‌। এরপর চাচোলের এক ট্রাফিক অফিসারকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তাতে পুলিশ ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে গ্রেপ্তার করে চাচোল থানায় নিয়ে আসে।

https://www.facebook.com/230205334351193/videos/1318614245156043

এদিকে মঙ্গলবার সকালে সংগঠনের ব্লক সভাপতি গ্রেপ্তার হয়েছেন,এই বিষয়টি জানাজানি হতেই হরিশ্চন্দ্রপুর ১ ব্লক জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। এদিন সকালে  সংশ্লিষ্ট ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব সংগঠনের কর্মী , সমর্থকেরা চাচল থানার সামনে এসে পুলিশের বিরুদ্ধে অন্যায় ভাবে সংগঠনের সভাপতি বিমান ঝাঁকে গ্রেফতারের ঘটনায় অবস্থান, বিক্ষোভে বসে পড়েন। দীর্ঘক্ষন চলতে থাকে সেই অবস্থান বিক্ষোভ। দুপুরে এই বিক্ষোভের মধ্যেই ধৃত ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে চাচোল মহকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। সেই সময় বিক্ষোভকারী কর্মী-সমর্থকরা পুলিশের গাড়িতে হামলিয়ে পরে  এবং ওই তৃণমূল নেতাকে ছাড়ানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।  পুলিশের লাঠিপেটায় চারজন তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের কর্মী জখম হয়েছেন।

এদিকে এই ঘটনায় পাল্টা পুলিশের বিরুদ্ধে অন্যায় ভাবে লাঠিপেটার অভিযোগ তুলে ফের বিক্ষোভ , অবস্থান চলতে থাকে। দুপুর ২টা পর্যন্ত চাচোল থানা ঘেরাও করে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব সংগঠনের কর্মী, সমর্থকেরা। এই বিক্ষোভের পরিস্থিতির কথা জানতে পেরে চাচোল মহকুমার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে আসেন। দীর্ঘক্ষন আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের যুব নেতা স্বপন চৌধুরী বলেন,  অন্যায় ভাবে ছাত্র সংগঠনের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদ জানাতে গেলে চাচল থানার পুলিশ লাঠিচার্জ করেছে।

এদিকে চাচোল মহকুমা আদালতে যাওয়ার পথে গ্রেফতার হরিশ্চন্দ্রপুর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ বলেন, আমি কোন দোষ করি নি । দশমীর রাতে ভিড় ছিল না। তাই বাইক নিয়ে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমার বাইকটা আটকায়। আমার সঙ্গে দুর্ব্যবহার করে। এরপরই বাকবিতণ্ডার মধ্যেই আমাকে গ্রেপ্তার করা হয়। এদিন অন্যায় ভাবে পুলিশ বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মী সমর্থকদের লাঠিপেটা করেছে।

চাচোলের এসডিপিও সজল কান্তি বিশ্বাস জানিয়েছেন , নিয়ম সকলের জন্য এক। তবে যে ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে আপাতত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে চাচল থানার এক পদস্থ পুলিশকর্তা জানিয়েছেন, মহিলা পুলিশ কর্মীদের কটুক্তি এবং ট্রাফিক অফিসারকে নিগ্রহ করার অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি বিমান ঝাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন দুপুরে চাচোল মহাকুমা আদালতে নিয়ে যাওয়ার পথেই ওই সংগঠনের কর্মী , সমর্থকরা চাচল থানার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশের গাড়ি থেকে অভিযুক্ত নেতাকে ছাড়ানোর চেষ্টা করা হয়। বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments