Home ২ কোটি টাকা প্রায় ২ কোটি টাকা আচমকাই অ্যাকাউন্টে ঢুকল গুগ্‌‌ল থেকে

প্রায় ২ কোটি টাকা আচমকাই অ্যাকাউন্টে ঢুকল গুগ্‌‌ল থেকে

টাকার অঙ্কটা প্রায় ২ লক্ষ ৫০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। কিন্তু হঠাৎ গুগ্‌‌ল কেন এত টাকা পাঠাল, তা ঠাহরই করতে পারছিলেন না আমেরিকার ওই ব্যক্তি।এ যেন বিনা ডাকেই ঘরে ‘লক্ষ্মী’ এল! আচমকা দেখলেন গুগ্‌‌ল থেকে অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ঢুকেছে! যা দেখে স্বাভাবিক ভাবেই চক্ষু চড়কগাছ এক ব্যক্তির।এক সঙ্গে এত টাকা পেয়ে খানিকটা ঘাবড়েও গিয়েছিলেন আমেরিকার ওমাহা প্রদেশের স্যাম কারি নামের ওই ব্যক্তি।

আচমকা এমন ভাবে ‘লক্ষ্মী’লাভের এই কাহিনি গত বুধবার টুইট করেছেন। তবে এত টাকা পেয়ে উল্লসিত হননি তিনি। বরং চিন্তা বাড়িয়েছে তাঁর। তাই এক পয়সা খরচও করেননি স্যাম।নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, স্যাম ‘বাগ বাউন্টি হান্টার’ হিসাবে কাজ করেন। গুগ্‌‌লের মতো বিভিন্ন সংস্থায় সফটওয়্যারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁকফোকর থাকলে তা খুঁজে বার করার কাজ করেন স্যাম। কিন্তু তাঁর এই অপ্রত্যাশিত ভাবে অর্থ প্রাপ্তির নেপথ্যে এই কাজের কোনও সংযোগ নেই বলেই জানিয়েছেন ওই ব্যক্তি। এক সাক্ষাৎকারে স্যাম জানান যে, তিনি ওই অর্থ তাঁর কাছেই গচ্ছিত রাখছেন। কারণ যদি গুগ্‌‌ল ফেরত চায়, তা হলে তিনি ফিরিয়ে দেবেন।

তাঁর কথায়, গুগ্‌‌ল যদি তাঁর টুইট-বার্তায় সাড়া না দেয়, তা হলে এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে রাখবেন, যাতে এ জন্য কর দিতে না হয়।এই কাণ্ড প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে গুগ্‌‌ল । আদতে ভুলবশত যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে তাঁরা টাকা পাঠিয়েছেন, সে কথা জানিয়েছেন গুগ্‌‌ল কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘‘ভুলবশত আমরা ওই ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছি। ওই ব্যক্তিকে সাধুবাদ জানাই যে, তিনি দ্রুত বিষয়টি উত্থাপন করেছেন।টুইটারে তিনি লিখেছেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগ্‌‌ল আমায় ২ লক্ষ ৪৯ হা�

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments