যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা ম্যাক্স ব্লুরো গাড়ি আহত ৫।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার সকাল ১২ টা ৩০ মিনিট নাগাদ হুগলি জেলার খামারগাছির দাঁদপুড়ে এস টি কে কে রোডের উপর দিয়ে এক সাইকেল আরোহী পারাপার হচ্ছিলো তাকে বাঁচাতে গিয়ে চুঁচুড়া জিরাট রুটের যাত্রীবাহী বাসের সঙ্গে ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষ।
https://www.facebook.com/230205334351193/videos/378630413284336
বাসের মধ্যে যাত্রী থাকায় ৫ জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। আহত ৫ জনকে জিরাট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাক্স গাড়ির ড্রাইভার এবং খালাসী পলাতক।
এর ফলে কিছুটা সময় যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।