পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুই স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার পাটনা গ্রামের মোড়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান কাটোয়া রোডে
কাটোয়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি স্কোরপিও গাড়ি এবং বলগোনা বাজার থেকে পাটনা গ্রামের দিকে দুই স্কুলছাত্রী সাইকেল চড়ে বাড়ি ফেরার পথে বর্ধমানগামি স্করপিও গাড়িটি ওই দুই স্কুলছাত্রীকে পিছন থেকে ধাক্কা মারে।
ধাক্কা মেরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে নেমে যায়। ছিটকে পড়ে দুই সাইকেল আরোহী। গুরুতর জখম হয় ওই দুই স্কুলছাত্রী।
https://www.facebook.com/230205334351193/videos/2034975203299639
স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে ভাতার হসপিটালে নিয়ে আসা হয় । সেখান থেকে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত দুই স্কুল ছাত্রীর নাম হাসিনা খাতুন, বয়স ১৪ বছরও নার্গিস খাতুন বয়স ১২বছর। আহত হাসিনা খাতুন এর বাড়ি ভাতারের পাটনা গ্রামে ও আহত নার্গিস খাতুন এর বাড়ি ভাতাড়ের বলগোনা গ্রামে। পুলিশ ঘাতক স্কোরপিও গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।