পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বড়া চৌমাথা থেকে বনপাস স্টেশন রোডে বেলাড়ি সংলগ্ন এলাকায় ।
পরিবার সূত্রে জানা যায় ,গতকাল ভাতার থানার আইমাপাড়া গ্রামের বাসিন্দা শেখ আব্দুর রহিম, বয়স ৫৮, বনপাশ স্টেশনে বাজার করতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে বেলাড়ি সংলগ্ন এলাকায় কাছে অপর দিক থেকে আসা একটি ট্রাকটর বেপরোয়া গতিতে ধাক্কা মারে ।
https://www.facebook.com/230205334351193/videos/3592853130775332
ঘটনাস্থলে গুরুতর জখম হয় শেখ আব্দুল রহিম। স্থানীয় মানুষজন ওই বাইক আরোহীকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। স্থানীয় মানুষজন ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি বর্ধমান মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় কয়েক ঘণ্টা পরই বাইক আরোহী শেখ আবদুর রহিমকে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা যায় ,শেখ আব্দুর রহিম পেশায় একজন কৃষক এবং এলাকার সমস্ত মানুষের সঙ্গে সুসম্পর্ক ছিল। উনার মৃত্যুতে শোকোস্তব্ধ পরিবার-পরিজন থেকে এলাকার মানুষজন।