বেপোরোয়া আম্বুল্যান্সের গতির শিকার হল পরপর তিন বাইক আরোহী। আজ বিকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া তালডাংরা রাস্তার উপর দুবড়াকোন এলাকায়। এই ঘটনায় প্রাথমিক ভাবে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনায় তিন বাইক আরোহী জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকালে একটি আম্বুলেন্স রোগী নিয়ে রাইপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে প্রচন্ড গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেসময় দুবড়াকোন এলাকায় আচমকাই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে আম্বুলেন্স চালক ।
https://www.facebook.com/230205334351193/videos/1890014094486626
এরপরই উলটো দিক থেকে একটি বাইককে ধাক্কা মারে। আম্বুলেন্সের ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়ে চোট পান বাইক চালক। এই ঘটনার পরই আম্বুলেন্স চালক গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।
আর তাতেই উলটো দিক থেকে আসা আরো দুই বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার ধারে ধান জমিতে নেমে যায় আম্বুলেন্সটি। এরপরই আম্বুলেন্স চালক পালিয়ে যায়। ঘটনায় আহত তিন বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যল কলেজে পাঠায় স্থানীয়রা।