পুর্ব বর্ধমানের পর এবার বাঁকুড়াতেও পথদুর্ঘটনায় মৃত্যু এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের ।
দুর্গাপুর ব্যারেজ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এর সূত্র মারফত জানতে পারা যায় মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম বাপি বাউরী বয়স 30 বছর তার বাড়ি বড়জোড়া ব্লকের হাট আশুরিয়ায় ।
সম্প্রতি কয়েকদিন আগেই দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর গেট ভেঙে যায় এর পরেই বহু মানুষ ভিড় জমান দুর্গাপুর ড্যাম জলশূন্য অবস্থা দেখার জন্য ।
এমত অবস্থায় ব্রিজের দু’ধারে সিভিক পুলিশ মোতায়েন করা হয় যানজট করানোর জন্য আর সেখানেই এদিন সকাল থেকে ওই সিভিক ভলেন্টিয়ার দুর্গাপুর ব্যারেজ কর্তব্যরত অবস্থায় ছিলেন ঠিক তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘাতক লরি টিকে আটক করেছে বড়জোড়া থানার পুলিশ ।
এরপর ওই সিভিক ভলেন্টিয়ার এর মৃতদেহ বড়জোড়া থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ।