পথ দুর্ঘটনায় গুরুতর জখম হল চারজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বর্ধমান বোলপুর 2B জাতীয় সড়কে ঝরনা মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান থেকে গুসকরার দিকে একটি ইট বোঝাই ট্রাক্টর চাচ্ছিল এবং একই দিকে একটি টোটো ও সাইকেল চড়ে একটি স্কুল ছাত্রী গুসকরার দিকে যাচ্ছিল। সেই সময় গুসকরা গামী ইট বোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পিছন থেকে ওই সাইকেল-আরোহী ও টোটোটিকে ধাক্কা মারে ।
https://www.facebook.com/230205334351193/videos/824368988337924
ঘটনাস্থলে গুরুতর জখম হয় চারজন ।
স্থানীয় মানুষজন ও ভাতার থানার পুলিশের সহযোগিতায় আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে 4 জনকে স্থানান্তরিত করা হয়।
জানা যায় আহত ট্রাক্টর চালকের নাম সুকান্ত হেমরম ও আহত খালাসীর নাম বুদন হেমরম এই দুজনের বাড়ি আউসগ্রাম বিল্লগ্রাম অঞ্চলে কয়রাপুর গ্রামে। এবং আহত স্কুল ছাত্রীর নাম মাম্পি দত্ত ও টোটো চালককের নাম সম্রাট চক্রবর্তী এদের দুজনের বাড়ি ভাতারের ঝরনা কলোনি এলাকায়।