বাসের ধাক্কায় প্রাণ হারালো এক পেপার বিক্রেতার। মৃত ব্যক্তির নাম অখিল সরকার। বয়স ৪১ । তার বাড়ি গাজলের আলাল অঞ্চলের উত্তরা লাল ময়না নয়াপাড়া এলাকায় ।এলাকাবাসীর দাবি জাতীয় সড়কের বেহাল অবস্থার দরুন বাসগুলো রং রাস্তা দিয়ে যাতায়াত করছে।
জানা যায় গাজোল অক্ষয় মোড় এলাকায় জানা যায় পেপার বিক্রেতা সে প্রতিদিনের মতো আজ সকালে পেপার বিক্রি করতে যায়ছিল ।
পথ দুর্ঘটনায় সংবাদপত্র বিক্রেতার মৃত্যু ( মালদা )
পথ দুর্ঘটনায় সংবাদপত্র বিক্রেতার মৃত্যু ( মালদা )
Gepostet von ACN Life News am Sonntag, 27. September 2020
হঠাৎ অক্ষয় মোড় এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা একটি বাস ওই পেপার বিক্রেতা ঘটনাস্থলে তার মৃত্যু হয় । রঙ্গরুট দায়ে রাস্তা দিয়ে বাস যাওয়ার ফলে এ পেপার বিক্রেতার অকালে মৃত্যু হয় বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে নিয়ে হয় ও মৃতদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায় ।
তাদের দাবি দ্রুত জাতীয় সড়ক মেরামত করতে হবে। এই পথ দুর্ঘটনা ফলে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে ।